ব্রণর চিকিৎসায় কার্যকর গ্লেনমার্কের ‘মিনিম’ জেল

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড লঞ্চ করল ভারতের প্রথম টপিক্যাল মাইনোসাইক্লিন ৪% জেল (Minocycline 4% Gel) – মিনিম জেল (MINYM Gel)। ব্রণর চিকিৎসায় এই জেল খুবই কার্যকর হবে, কারণ এটি ‘অ্যান্টি-ব্যাকট্রিয়াল’ ও ‘স্ট্রং অ্যান্টি-ইনফ্লেমেটরি’ ক্ষমতাযুক্ত।

ব্রণ ওঠা বন্ধ করতে বা প্রতিরোধ করতে মিনিম জেল অন্যান্য টপিক্যাল অ্যান্টিব্যাট্রিয়াল ফর্মুলার ঔষধ থেকে বেশি কার্যকরী।৯ বছরের বেশি বয়সের সকলের ব্রণর চিকিৎসার জন্যই মিনিম জেল নিরাপদ।

গ্লেনমার্কের গ্রুপ ভাইস-প্রেসিডেন্ট ও হেড ইন্ডিয়া ফর্মুলেশনস, অলোক মালিক জানান, ভারতে প্রথম টপিক্যাল মাইনোসাইক্লিন-ভিত্তিক ‘মিনিম জেল’ লঞ্চ করতে পেরে তারা খুবই আনন্দিত। এটি ব্রণর সমস্যায় ভুগতে থাকা ৯ বছরের ঊর্দ্ধ বয়সীদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *