গুরুগ্রামে উদ্বোধন হল মেডট্রনিকের হিউগো-আরএএস সিস্টেম

গুরুগ্রামে উদ্বোধন হওয়া সার্জিক্যাল রোবোটিক্স এক্সপিরিয়েন্স সেন্টারে (এসআরইসি) ইন্ডিয়া মেডট্রনিক প্রাইভেট লিমিটেড তাদের নতুন রোবোটিক-অ্যাসিস্টেড সার্জারি প্লাটফর্ম ‘হিউগো আরএএস সিস্টেম’ (Hugo RAS system) সর্বসমক্ষে উপস্থিত করল।  সেন্টারটির উদ্বোধন করেন পদ্মভূষণ ড. বিকে রাও (চেয়ারম্যান, এনএবিএইচ, চেয়ারম্যান, এএসএসওসিএইচএএম ন্যাশনাল হেলথ কমিটি ও প্রাক্তন চেয়ারম্যান, বোর্ড অফ ম্যানেজমেন্ট, স্যার গঙ্গারাম হসপিটাল, দিল্লি)। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন নিতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। এশিয়া প্যাসিফিক অঞ্চলে মেডট্রনিকের এসআরইসি হল বিশ্বের সেরা দশটি ফ্যাসিলিটির অন্যতম। এখানে ক্লিনিসিয়ানরা হিউগো আরএএস সিস্টেমের অভিজ্ঞতা পেতে ও প্রশিক্ষণ নিতে পারবেন। 

মেডট্রনিকের সার্জিক্যাল রোবোটিক্স এক্সপিরিয়েন্স সেন্টার সার্বিক হেলথকেয়ারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উদাহরণ – উদ্বোধনী অনুষ্ঠানে একথা উল্লেখ করে নিতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, এর মাধ্যমে আরও অধিকসংখ্যক রোগী চিকিৎসা-প্রযুক্তির সর্বাধুনিক অগ্রগতির সুফল গ্রহণে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *