নাগাল্যান্ডে আপহেলথের হ্যালোলাইফ এইচএক্স হসপিটাল

ভারতে আপহেলথের (UpHealth) প্রথম ডিজিটালি-এনাবেল্ড হসপিটালের উদ্বোধন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। ইন্ডিয়াম ইনস্টিটিউট অফ টেকনোলজি-রুরকি গত ১২ নভেম্বর উদ্বোধন হওয়া আপহেলথ হ্যালোলাইফ এইচএক্স (HelloLyf HX) হসপিটালটির পরিবেশ-বান্ধব ডিজাইন অনুমোদন করেছে । নাগাল্যান্ডের এই নতুন হসপিটালটি আপহেলথের এধরণের প্রথম হসপিটালটির অনুকরনে নির্মিত।

হ্যালোলাইফ সফটওয়্যার চালিত আপহেলথের হ্যালোলাইফ এইচএক্স হসপিটালে সবরকমের সর্বাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যেমন আউটপেশেন্ট কেয়ার, এমার্জেন্সি কেয়ার, রেডিয়োলজি ও ইমেজিং, ইন্টেন্সিভ কেয়ার, হাই-ডিপেন্ডেন্সি কেয়ার, ইনপেশেন্ট কেয়ার ও কমপ্লিট ডায়ালিসিস ইউনিট।

নাগাল্যান্ডে আপহেলথের হ্যালোলাইফ এইচএক্স ডিজিটাল হসপিটাল নির্মাণের জন্য একই রকমের অন্যান্য হসপিটাল নির্মাণের তুলনায় ৩০ শতাংশ কম ব্যয় হয়েছে। হসপিটালটি পরিচালনার জন্যও দেশের অন্যান্য সমধর্মী হসপিটালগুলির থেকে ৫০ শতাংশ কম ব্যয় হবে বলে আপহেলথের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *