হোন্ডা অল-নতুন ‘ডিও ১২৫’ লঞ্চ করেছে

স্কুটার সেগমেন্টের শীর্ষস্থানীয় কোম্পানি হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই) ভারতে লঞ্চ করল তাদের অল-নিউ, স্পোর্টি, অ্যাডভান্সড ও কনভেনিয়েন্ট ডিও ১২৫ (Dio 125)।অল-নিউ ডিও ১২৫-এর ওপর হোন্ডা এক বিশেষ ১০ বছর মেয়াদি ওয়্যারেন্টি প্যাকেজ দিচ্ছে (৩ বছরের স্ট্যান্ডার্ড + ৭ বছরের অপশনাল এক্সটেন্ডেড ওয়্যারেন্টি)।

ডিও ১২৫-এর দাম: স্ট্যান্ডার্ড – ৮৩৪০০ টাকা ও স্মার্ট – ৯১৩০০ টাকায়। ডিও ১২৫ স্কুটার পাওয়া যাবে বিভিন্ন কলারে – পার্ল সাইরেন ব্লু, পার্ল ডীপ গ্রাউন্ড গ্রে, পার্ল নাইট স্টার ব্ল্যাক, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ম্যাট সাংগ্রিলা রেড মেটালিক ও স্পোর্টস রেড।হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুৎসুমু ওতানি বলেন, ২০০২ সালে ভারতে হোন্ডা ডিও লঞ্চ করার মধ্য দিয়ে হোন্ডা এদেশে মোটো-স্কুটারের কনসেপ্ট চালু করেছে।

১২৫সিসি’র নতুন হোন্ডা ১২৫ ভারতের তরুণ প্রজন্মের গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। এতে শক্তিধর ইঞ্জিন ছাড়াও রয়েছে স্পোর্টি ডিজাইন, কাটিং-এজ টেকনোলজি ও বিশ্বখ্যাত হোন্ডা স্মার্ট কী। সবদিক থেকে সুবিধাজনক বলে এটি সবরকম প্রতিযোগিতার ঊর্দ্ধে। হোন্ডার ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) যোগেশ মাথুর জানান, ডিও ১২৫ হল স্পোর্টি ডিজাইন, অ্যাডভান্সড টেকনোলজি ও কম্পেলিং কনভেনিয়েন্স-এর সমন্বয়। এইরকম একটি মাস্টারপিস উপহার দিতে পেরে হোন্ডা গর্বিত। রাইডারদের রাইডিংয়ের প্রবণতা বৃদ্ধির পাশাপাশি তাদের থ্রিলিং জার্নি’র অভিজ্ঞতা দেবে ডিও ১২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *