অর্বিস-এর রিপোর্টে ‘চাইল্ড আই হেলথ কেয়ার’-এ গুরুত্ত্ব

অর্বিস-এর এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে প্রতিবছর জাতীয় আয়ের ১১৮ বিলিয়ন ইউএসডি ব্যয়িত হয় শিশুকালীন অন্ধত্বের কারণে। ‘কস্ট-বেনেফিট অ্যানালিসিস অব ইনভেস্টিং ইন চাইল্ড আই হেলথ’ শীর্ষক রিপোর্টটি ২০২০টি এস্টিমেটের ভিত্তিতে তৈরি।

এতে প্রতিফলিত হয়েছে, ভারতে আর্থিক ক্ষতি হচ্ছে ৩৫ বছর ধরে চলা উৎপাদনক্ষম বছরগুলি নষ্ট হওয়ার কারণে, যা বেড়ে ৪০ ‘ওয়ার্কিং ইয়ারে’ ১৫৮ বিলিয়ন ইউএসডি হতে চলেছে।  ১৬তম ‘ভিশন ২০২০: দ্য রাইট টু সাইট – ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স’ অনুষ্ঠানে রিপোর্টি লঞ্চ করা হয়েছে।

‘কস্ট-বেনেফিট অ্যানালিসিস অব ইনভেস্টিং ইন চাইল্ড আই হেলথ’ রিপোর্টটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ভারতে ৯.৩ মিলিয়ন দৃষ্টিসমস্যা সম্পন্ন ও ২৭০,০০০ অন্ধ শিশু রয়েছে, যাদের মধ্যে ৭৫ শতাংশ প্রতিরোধযোগ্য বা চিকিৎসাযোগ্য। অর্বিস আশা করে এই রিপোর্ট ভারতে ‘চাইল্ডহুড ব্লাইন্ডনেস’ সম্পূর্ণরূপে দূর করতে যথাযোগ্য ভূমিকা নিতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *