পিডব্লিউ বিদ্যাপীঠ চালু হল দুর্গাপুরে

ভারতের শীর্ষস্থানীয় ইউনিকর্ন এড-টেক কোম্পানি ফিজিক্সওয়ালা (পিডব্লিউ) দুর্গাপুরে লঞ্চ করল তাদের নতুন প্রযুক্তি-চালিত অফলাইন সেন্টার – ‘পিডব্লিউ বিদ্যাপীঠ’। এই সেন্টার থেকে ছাত্রছাত্রীরা পিডব্লিএনএসএটিই ২০২৩-এর (ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট) মাধ্যমে ১০০% স্কলারশিপের সুযোগ নিতে পারবে।

ফিজিক্সওয়ালা মেধাবী শিক্ষার্থীদের প্রায় ২০০ কোটির স্কলারশিপ দেবে। এই পরীক্ষা নেওয়া হবে অফলাইন ও অনলাইন উভয় মোডে। পিডব্লিএনএসএটিই ২০২৩ পরীক্ষায় সফল হওয়া ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীরা জেইই বা এনইইটি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনার জন্য সহায়তা পাবে।

অক্টোবরের ১, ৮ ও ১৫ তারিখে অফলাইন মোডে এবং ১ থেকে ১৫ অক্টোবর অনলাইন মোডে পিডব্লিএনএসএটিই ২০২৩ পরীক্ষা দেওয়া যাবে। এজন্য রেজিস্ট্রেশন করতে হবে পিডব্লিউ ওয়েবসাইট, অ্যাপ বা নিকটস্থ অফলাইনে বিদ্যাপীঠ সেন্টারে – ১৫ অক্টোবরের মধ্যে। ২০ অক্টোবর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। চলতি শিক্ষাবর্ষের জন্য ক্লাস শুরু হবে অক্টোবরে। ইতিমধ্যে, ছাত্রছাত্রীরা অ্যাডমিশন, স্কলারশিপ, রেজিস্ট্রেশন, কোর্স ফী, কাউন্সেলিং ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নিতে পারবে নতুন বিদ্যাপীঠ সেন্টারের ইনফোটেক কেন্দ্র থেকে। উল্লেখ্য, বর্তমানে ভারতে পিডব্লিউ বিদ্যাপীঠের ৬৭টি কেন্দ্র চালু রয়েছে, যেগুলিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১.৫ লক্ষ। অফলাইন বিদ্যাপীঠ সেন্টারগুলিতে জেইই/এনইইটি পরীক্ষার সম্পূর্ণ শিক্ষাক্রম অনুসারে পড়াশোনার সুবিধা রয়েছে শিক্ষার্থীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *