কোচবিহারে শিক্ষক দিবস উদযাপন করবে একটি সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম সংগঠন, রাজনগর

ঐতিহ্যবাহী কোচবিহারের সংস্কৃতির পুনর্জাগরণ করতে উদ্যোগী হয়েছে রাজনগর নামে একটি সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম সংগঠন। রাজার শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে নানারকম কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করা হবে। কোচবিহার শহরের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হবে এই দিনটিতে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিবেন কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

সংগঠনের পক্ষ থেকে অঞ্জনা দে ভৌমিক বলেন, কোচবিহার শহরের ঐতিহ্য ও সংস্কৃতির ক্ষেত্রে নবজাগরণ তৈরি করতে আমরা উদ্যোগী হয়েছি। শহরের প্রতিটি ওয়ার্ডে গুণীজনদের নিয়ে আমরা একটি কমিটি তৈরি করব। তাদের পরামর্শ অনুযায়ী শহরের সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন উদ্যোগ নেবো। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে শহরের সকল শিক্ষক শিক্ষিকাদের আমরা সংবর্ধনা দেবো। শীঘ্রই শহরের বিভিন্ন গাছের গায়ে গজাল পিন বের করে করার কর্মসূচি নেবো। পথ কুকুরদের নিয়েও নানারকম কর্মসূচি নেওয়া হচ্ছে। বয়স্ক নাগরিকদের পেনশনের সুবিধার জন্য একটি হেল্পলাইন খোলা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প ও ব্লাড ডোনেশন ক্যাম্প শীঘ্রই শুরু হবে। অনলাইনেও নাচ-গান প্রবন্ধ সহ শর্ট ফিল্ম প্রতিযোগিতাও আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *