স্যাভলনের কথায় ‘হাত ধোনা কুল হ্যায়’

পরিস্কার পরিচ্ছনতা বজায় রাখতে হাত ধোয়ার গুরুত্ব বাড়াতে ধারাভি ড্রিম প্রজেক্টের সঙ্গে মিলে স্যাভলন শুরু করেছে ‘Savlon Swasth India Mission’। প্রতিভাবান শিশু ও জনপ্রিয় র‌্যাপ শিল্পী এমিওয়ে বান্টাইকে একত্রে এনে তৈরি করা হয়েছে ‘হাত ধোনা কুল হ্যায়’ বলে একটি গান। যা তরুণদের পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করবে।

স্যাভলন হাত ধোয়ার বার্তাকে শুধুমাত্র তথ্যপূর্ণ নয় বরং আকর্ষণীয় করে তুলতে চেয়েছে। তাই বেছে নিয়েছে হিপ হপের হ্যান্ড রাব জেসচার, যা বিশ্বব্যাপী র‌্যাপ শিল্পীদের কাছে জনপ্রিয়। কিং অব দ্য স্ট্রিট তথা এমিওয়ে বান্তাই স্যাভলনের এই হ্যান্ডওয়াশ অ্যান্থেম লিখেছেন এবং কম্পোজ করেছেন। তাঁর কথায়, “প্রজেক্টটি জিনিয়াস! আমি একবারও ভাবিনি যে হাত ধোয়া নিয়ে এত ভালো র‍্যাপ হতে পারে।‘’

ধারাভি ড্রিম প্রজেক্টের সহযোগিতায় এই কর্মসূচিতে স্যাভলন বাচ্চাদের সামাজিক পরিবর্তনের দূত হিসাবে দেখেছে। স্যাভলনের লক্ষ্য হাত ধোয়া বিষয়টিকে সর্বজনীন অভ্যাসে পরিণত করে রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা। ধারাভি ড্রিম প্রজেক্ট আফটার স্কুল অফ হিপ-হপ একটি মুম্বই ভিত্তিক অলাভজনক সংস্থা যা ধারাভিতে বসবাসকারী শিশুদের বিকাশে সহায়তা করে। ধারাভি ড্রিম প্রজেক্টের দল জানিয়েছে তারা গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অংশ হতে পেরে আনন্দিত।আইটিসি লিমিটেডের পার্সোনাল কেয়ার প্রোডাক্টস বিজনেসের ডিভিশনাল চিফ এক্সিকিউটিভ সমীর সতপথি বলেছেন, “স্বাস্থ্য বজায় রাখতে হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস৷ আইটিসি-র Savlon Swasth India Mission এই বিষয়টিকে অভ্যাস হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *