03
Apr
ইতিমধ্যেই দেশি শার্লক তৈরির খবর পাওয়া গেছে। হ্যারি পটারও এবার ভারতীয়করণ হতে চলেছে। হ্যারি, রন এবং হারমায়োনি- যে ত্রয়ী হাত ধরে বিশ্বের জাদুর জগতে প্রবেশ করেছিলেন, এবার তার নিজস্ব জগৎ তৈরি হতে চলেছে ভারতে। এই পুরো কাজটি প্রবীণ পরিচালক শেখর কাপুরের হাতে। জাতীয় পুরস্কার বিজয়ী এই পরিচালক তার পরবর্তী কাজের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। প্রথম হ্যারি পটার বই, 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন', জুন 1997 সালে প্রকাশিত হয়েছিল। বইটির লেখক জোয়ান ক্যাথলিন রাউলিং ওরফে জে কে রাউলিং। বইটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। হ্যারি পটারের হাত ধরে জাদুর জগতে পা রেখেছিলেন লাখো ভক্ত। প্রথম খণ্ডের জনপ্রিয়তার কারণে পরের বছর 'হ্যারি…