স্বর্ণিম বিজয় দিবস উদযাপনে ঢাকা যাবেন রাষ্ট্রপতি

মৈত্রী দিবস উদযাপন উপলক্ষে দুই দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, স্বর্ণিম বিজয় দিবস উদযাপনের জন্য আগামী ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে বাংলাদেশে যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তাই রাষ্ট্রপতির সফরের আগে পররাষ্ট্র সচিব শ্রিংলার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর এই সফরে স্বাস্থ্য এবং আঞ্চলিক উন্নয়ন সহ আন্তঃসীমান্ত প্রকল্প নিয়েও আলোচনা হবে। এছাড়া ঢাকায় রাষ্ট্রপতির সফরসূচীর উপরও আলোকপাত করবেন শ্রিংলা। উল্লেখ্য, চলতি বছরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করা ছাড়াও শ্রিংলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করেন। বুধবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *