৮২ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বলিউড গীতিকার দেব কোহলি

মুম্বইয়ে প্রয়াত হলেন ৮২ বছর বয়সী প্রবীণ বলিউড গীতিকার দেব কোহলি। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দুপুর ২টোর পর মুম্বইয়ের লোখান্ডওয়ালায় দেবের নিজস্ব বাসভবনে নিয়ে আসা হবে তাঁর মরদেহ। সেখানেই শায়িত রাখা হবে যাতে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে পারেন।

সন্ধ্যা ৬টায় যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দেব কোহলি ১০০টিরও বেশি হিট সিনেমার জন্য গান লিখেছেন, যেমন যেমন ম্যায়নে প্যয়র কিয়া, বাজিগর, জুড়ুয়া ২, মুসাফির, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা, ট্যাক্সি নম্বর ৯১১। তিনি অনু মালিক, রাম লক্ষ্মণ, আনন্দ রাজ আনন্দের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে উপহার দিয়েছেন একাধিক হিট গান। দিন দুই আগেই প্রয়াত হন সিনেমা জগতের খ্যাতনামা অভিনেত্রী সীমা দেও। তারপর ফের নক্ষত্রপতনে শোকস্তবদ্ধ বলিউড। দেব কোহলির জন্ম অধুনা পাকিস্তানের রয়ালপিণ্ডিতে। মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৮ সালে বাবাকে হারান। মাত্র ২২ বছরে কাজ খোঁজার তাগিদে চলে আসেন মুম্বইতে। ১৯৬৯ সালে মেলে প্রথম গান লেখার সুযোগ। ছবির নাম ছিল গুণ্ডা। এরপর একের পর এক কাজ সফলভাবে করে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *