অ্যামাজন ক্যারিয়ার ডে ১৬ সেপ্টেম্বর

অ্যামাজন আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে প্রথম ক্যারিয়ার ডে পালন করতে চলেছে। এই ভার্চুয়াল ও ইন্টারঅ্যাক্টিভ ইভেন্টে অ্যামাজনের কর্মকর্তা ও কর্মীরা সম্মিলিতভাবে জানাবেন অ্যামাজন কীভাবে একটি সুন্দর কর্মস্থলে পরিণত হয়েছে এবং সেখানে কাজের অভিজ্ঞতাকিরকম।

অ্যামাজন জানিয়েছে বর্তমানে দেশের ৩৫টি শহরে ৮০০০-এরও বেশী প্রত্যক্ষ কর্মসংস্থানের জন্য নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তারা। ক্যারিয়ার ডে উপলক্ষে ১৪০ জন অ্যামাজন রিক্রুটার ২০০০ ফ্রী, ওয়ান-অন-ওয়ান ক্যারিয়ার কোচিং সেশন চালাবেন কর্মপ্রার্থীদের সঙ্গে নিয়ে।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসসি ক্যারিয়ার ডে উপলক্ষে তাঁর নিজের ক্যারিয়ার এক্সপিরিয়েন্স জানাবেন ও কর্মপ্রার্থীদের পরামর্শ দেবেন। উদ্বোধনী ভাষণ দেবেন অ্যামাজনের গ্লোবাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও অ্যামাজন ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত আগরওয়াল। অ্যামাজনে নানাধরণের কাজের সুযোগ বিষয়ে বলবেন অখিল সাক্সেনা (ভাইস-প্রেসিডেন্ট, কাস্টমার ফুলফিলমেন্ট অপারেশনস, এপিএসি, এমইএনএ অ্যান্ড এলএটিএএম)।

প্যানেল ডিসকাসনে অংশ নেবেন রাঘব রাও (অ্যামাজনের ভাইস-প্রেসিডেন্ট ফাইন্যান্স ও ইন্ডিয়া সিএফও), পুণীত চান্দক (প্রেসিডেন্ট, কমার্সিয়াল বিজনেস, এডব্লুএস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, এআইএসপিএল) ও মহেন্দ্র নেরুরকর (সিইও, অ্যামাজন পে ইন্ডিয়া)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *