13
Mar
রাজ-শুভশ্রী ২০১৮ সালে বিয়ে করেছিলেন। হিন্দু প্রথা মেনে সামাজিক-আইনি বিয়ে সেরেছিলেন দুই তারকা বাওয়ালি রাজবাড়িতে। এটা রাজের দ্বিতীয় বিয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করার সময়কালে দীর্ঘদিনের প্রেমিকা শতাব্দী মিত্রকে ২০১১ সালে বিয়ে করেছিলেন। সেই বিয়েটা ভাঙে। তারপর থেকে পায়েল সরকার, মিমি চক্রবর্তীর মতো টলিউড অভিনেত্রীদের সঙ্গে 'প্রেম' হয় রাজের।বর্তমান সময়ে অভিনেত্রী শুভশ্রীর সাথে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন রাজ চক্রবর্তী। দুই সন্তানের পিতা তিনি। পরিচালনায় তিনি দারুণ সফল। অতীতে অনেক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে রাজের। কিন্তু কোনও ‘প্রেম’ই বিয়ে পর্যন্ত গড়ায়নি। শোনা যায়, পুরীর জগন্নাথের মন্দিরে নাকি মিমিকে বিয়েও করেছিলেন রাজ। সেই সম্পর্কে সঠিক নির্দিষ্ট কোনো তথ্য নেই। ফলে সেটিকে গুজব হিসেবেই…