রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’-এ নতুন চমক মঞ্চে ডোনা গঙ্গোপাধ্যায়

মঞ্চে এবার নতুন চমক ডোনা গঙ্গোপাধ্যায়ের। রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’-কে নতুন আঙ্গিকে তুলে ধরবেন তিনি। তবে এখানেই শেষ নয়। এই প্রথম পুরুষ চরিত্রে তাঁকে দেখা যাবে মঞ্চে।

শহর কলকাতার যথাক্রমে জি.ডি.বিড়লা সভাঘর, রবীন্দ্রসদনে আগামী ২১ এবং ২২ জানুয়ারি  দীক্ষামন্জরী এবং দক্ষিণায়ণ ইউকে এর যৌথ প্রয়াসে রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’ পরিবেশিত হবে। সেখানে রাজপুত্রের ভূমিকায় দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে, সওদাগর পুত্রের ভূমিকায় রয়েছেন রঘুনাথ দাস। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন আনন্দ শাম্লাবে ডোনা গঙ্গোপাধ্যায় নিজেই নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন।

রবীন্দ্র সংগীত শিক্ষায়তণ দক্ষিণীর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জি.ডি.বিড়লা সভাঘরে ২১এ জানুয়ারি। পরের দিন, তাসের দেশ মঞ্চস্থ হবে রবীন্দ্রসদনে। জোর কদমে চলছে মহড়া। ডোনা জানিয়েছেন, ‘তাসের দেশ’ এই প্রথম বার করছি। এই প্রথম কোনও পুরুষ চরিত্রে মঞ্চে আসব, রাজপুত্রের ভূমিকায়। জোর কদমে মহড়া চলছে।’ অপরদিকে আনন্দ গুপ্ত বললেন, ‘এবার সব মিলিয়ে অনেক বড় দল। ‘তাসের দেশ’-এ চরিত্র অনেক গুলো। গানের দলেও অনেকে আছেন। আশা করছি সবার ভালো লাগবে এই প্রযোজনা ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *