HDFC ব্যাঙ্ক ‘গ্রামীণ-ঋণ মেলা’ চালু করেছে

HDFC ব্যাঙ্ক, ভারতবর্ষের অন্যতম সেরা ব্যাঙ্ক বর্ধমান শহরে অনুষ্ঠিত করতে চলেছে একটি অভিনব লোন মেলা যার নাম ‘গ্রামীণ লোন মেলা’। বর্ধমান এবং সংলগ্ন অঞ্চলের মধ্যে ঘটতে চলা সবথেকে বড় অনুষ্ঠান হল এই ‘গ্রামীণ লোন মেলা’। এই এতবড় বিশাল একটি অনুষ্ঠান আয়োজন করেছে এই ব্যাঙ্কেরই ‘কমার্শিয়াল অ্যান্ড রুরাল ব্যাঙ্কিং গ্রুপ’।

এই পরিসেবার সাথেই অন্তর্ভুক্ত থাকবে কৃষিজনিত আর্থিক সংস্থান, স্বাস্থ্যজনিত আর্থিক সংস্থান, নির্মাণ এবং পরিবহনজনিত আর্থিক সংস্থান, ব্যাবসায়িক যন্ত্রপাতিজনিত আর্থিক সংস্থান, এবং দোকানদার ধামাকা। MSME-রা চাইলে ব্যাবসার জন্য প্রয়োজনীয় অর্থ, টার্ম লোন কিংবা ব্যাংক গ্যারান্টির সুবিধাও নিতে পারে। অনুষ্ঠানটির শুভ সূচনা করবে সিআরবি, এইচডিএফসি ব্যাংক এর গ্রুপ হেড রাহুল শ্যাম শুক্লা, এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় কামনাশীষ সেন, এসপি, বর্ধমান।

রাহুল শ্যাম শুক্লা, সিআরবি, এইচডিএফসি ব্যাংক এর গ্রুপ হেড বলেন, “এই ‘গ্রামীণ লোন মেলা’ মফস্বল এবং গ্রামীণ এলাকার ছোট্ট  এবং ক্ষুদ্র ব্যবসায়িক প্রয়াসগুলোকে আর্থিকভাবে স্বচ্ছল এবং স্বাবলম্বী করবে বলে আমরা মনে করি। গ্রামীণ এলাকার বিকাশ এবং সমৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ একটি বড় পদক্ষেপ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *